মোহাম্মাদাবাদ ইউনিয়নে জয় নিশ্চিতের প্রত্যয়ে নির্বাচনী উঠান বৈঠক

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের মোহাম্মাদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইনড়াপাড়ায় আজ অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক নির্বাচনী উঠান বৈঠক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গফুর মন্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির জনাব ফজলুর রহমান সাঈদ। তাঁর প্রাণবন্ত বক্তব্যে তিনি জনগণের অধিকার আদায়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি-মাদকমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের সেক্রেটারি জনাব জয়নাল আবেদীন, জনাব ফেরদুস হোসেন, জনাব লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনে ন্যায়ের পক্ষে, সেবার পক্ষে এবং পরিবর্তনের পক্ষে জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *