বগুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

বগুড়া অফিস:

বগুড়ায় ৭ দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ বর্ণাঢ্য সড়ক র‌্যালির মাধ্যমে শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

বেলা সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া মৎস্য কর্মকর্তা কালি পদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোঃ আনিছুর রহমান। আরো বক্তব্য রাখেন মাছচাষীদের পক্ষে আদমদিঘী উপজেলার আব্দুল মুহিত তালুকদার। এতে মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক এসএম আবুল বাসার, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান। জেলার মাছচাষি, জেলে, মৎস্যজীবী, হ্যাচারী অপরেটর, মৎস্য খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ মৎস্য সেক্টরের সাথে জড়িত বিভিন্ন অংশীজন, শিক্ষক, গবেষক, উন্নয়নকর্মী ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলার নির্বাচিত দুই জন সফল পাংগাস মাছের এককচাষে আব্দুল মুহিত তালুকদার ও কার্প-পাবদা মাছের মিশ্রচাষে আব্দুল খালেককে জেলা পর্যায়ে মৎস্য পুরস্কার প্রদান করেন অতিথিরা।

মাছচাষের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি হোসনা আফরোজা বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক মাছচাষের উৎপাদনে সকল অংশীজনের অবদানকে গুরুত্বের সাথে তুলে ধরেন এবং দেশিয় মাছের উৎপাদন সকলের সমন্বয়ের সাথে কাজ করার আহবান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *