বগুড়ায় টিউমার আক্রান্ত শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা
বগুড়া অফিস:
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন দরিদ্র পরিবারের শিশু ফাহীন খাতুনের (৯) পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন। তার চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে শিশুর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়ার সভাপতি আরমান হোসেন ডলার।
জানা গেছে, শাজাহানপুর উপজেলার মিঠু প্রামানিকের শিশু কন্যা ফাহীন খাতুন টিউমার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। পায়ের হাড়ের ওপর বিস্তার করা টিউমারের কারণে শিশুটি স্বাভাবিক চলাফেরা করতে পারে না। হাসপাতালে ভর্তি করে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। পারিবারিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসার খরচ বহন কষ্টসাধ্য জেনে হাসপাতালে যান মানবাধিকার নেতারা। চিকিৎসকদের সঙ্গে কথা বলে অসহায় শিশুর মায়ের হাতে আর্থিক সহায়তা দেন।
উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব আতিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ছাবদুল, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-শ্রম সম্পাদক আল আমিন হোসেন, সমাজ সেবা সম্পাদীকা নার্গিস খাতুন নাজমা, শাজাহান আলী, আরিফ হোসেন, শাহাদত হোসেন প্রমুখ।