বগুড়ায় ইসলামিক স্টাডিজ গ্রুপের আখেরী চাহার সোম্বা পালিত
বগুড়া অফিস:
বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে আখেরী চাহার সোম্বা পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বাদ মাগরিব সাতমাথা মিলনায়তনে আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিতীয় সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালিক। দ্বিতীয় যুগ্ম-সম্পাদক মাওঃ মোঃ রফিকুল ইসলাম মুক্তার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের সাধারন সম্পাদক মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল। যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুহম্মদ আবু বকর ছিদ্দিক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কারবালা মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোঃ কাজী ফজলুল করিম রাজু ও মাওলানা রুহুল আমিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ আ.স.ম আব্দুল মালেক, কোষাধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল আজিজ, আব্দুল হান্নান প্রমুখ। দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সা:) সুস্থ্যতা লাভ করে গোসল করেছেন। আলোচকরা দুনিয়াতে শান্তি পরকালের মুক্তির জন্য সকল কর্মপন্থা অনুসরণ করার জন্য আহবান জানান। শেষে মোনাজাতে দেশজাতির কল্যাণ কামনা করা হয়।