অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ- বাদশা
বগুড়া অফিস:
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে শহরের আলতাফুনেছার খেলার মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী বেলুন, ফেসটুন, কবুতর ও কেক কর্তনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবদলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সবঅপতি রেজাউল করিম বাদশা। জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, শেক তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির কোষাধক্ষ শাহাদৎ হোসেন, শহর স্বেচ