বগুড়া শহর জামায়াতের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

বগুড়া অফিস:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার পক্ষ থেকে বগুড়া পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ফুটবল দলের কর্মকর্তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শহর জামায়াতের আমির জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন, শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী সফিক, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য মোস্তফা মোঘল, আবু সুফিয়ান পলাশ, সরিফুল ইসলাম সোহেল, আব্দুল আজিজ প্রমূখ। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সমাজ পরিবর্তনের জন্য যুবকরাই সবচেয়ে কার্যকর শক্তি।

জামায়াতে ইসলামী দেশের যুবসমাজকে যুবশক্তিতে রূপান্তরের জন্য দেশব্যাপী নানান কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এর মধ্যদিয়ে আমাদের যুবকরা মন্দ কাজ ছেড়ে সত্য ও ন্যায়ের পথে ফিরে আসবে এটাই আমরা প্রত্যাশা করছি।

উল্লেখ্য, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আগামী ২২ আগষ্ট শুক্রবার থেকে ৪০টি দলের অংশগ্রহনে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” শুরু হচ্ছে। দলগুলো ৫টি জোনে ভাগ হয়ে টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। ৪টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভেন্যুর জন্য ২টি করে ফুটবল, ২টি গোলবারের নেট, একটি করে পাম্পারসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *