৫ আগস্টের পর দেশ আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই- আব্দুল বারী
অনলাইন ডেস্ক:
ঢাকার সাবেক ডিসি, সাবেক বিভাগীয় কমিশনার ও সরকারের সাবেক সচিব আব্দুল বারী বলেছেন, ৫ আগস্টের পর দেশ আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশ বিনির্মান সম্ভব।
বুধবার (২০ আগস্ট) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে সমগ্র চাকরি জীবনে কোথাও কোন ঘুষ দুর্নীতি ও অন্যায়ের সাথে আপোষ করিনি। মিথ্যা স্বাক্ষ্য না দেওয়ায় মিথ্যা আমার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহীর মামলা দেওয়া হয়। যা পরবর্তীতে অসত্য প্রমাণিত হয়। এছাড়া অবসরের পর ৫ বছর ৮ মাসও পেনসন বন্ধ রাখা, ওএসডি সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল আমাকে।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নে জানান, রাজনীতি করার কোন ইচ্ছে ছিলনা। জনগনের অনুরোধ ও আগ্রহের কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়পুরহাট-২ আসন থেকে অংশগ্রহনের ইচ্ছা পোষণ করছি। দল যদি আমাকে সৎ যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে জেলার উন্নয়নসহ জনগনের কল্যাণে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল আলিম, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী।