প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ বগুড়ার জরুরী সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ -১২০৪৮ (আনিস-রবিউল) বগুড়া জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির সমন্বয় সভা বগুড়া আইন কলেজে অনুষ্ঠিত হয়।

প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ৩০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আজমল হুদা মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর খলিফা, মোঃ আব্দুল্লাহ আল মামুন, শিহাব হোসেন,গাউসুল আজম, আনোয়ার জাহিদ মোকছেদ, রাসেল খবির প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রয়েল প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *