বগুড়ায় জিয়া মেডিকেলের নবনিযুক্ত উপ-পরিচালক প্রত্যাহার দাবি

বগুড়া অফিস:

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য পদায়ন (নবনিযুক্ত) উপ-পরিচালক ডাঃ আকুল উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও পরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি কুষ্টিয়া জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। ডাঃ আকুল উদ্দিন আন্দোলন চলাকালে আহতদের চিকিৎসা দিতে বাধা দেওয়াসহ চিকিৎসা দেওয়ায় কুষ্টিয়ার তিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন বলে অভিযোগ তুলেছেন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা।

বুধবার (২০ আগস্ট) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা বিক্ষোভ করে। ডাঃ আকুল উদ্দিনের পদায়ন স্থগিত করতে হাসপাতাল পরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসীন।

বিক্ষুব্ধরা দাবি করেন, পদায়ন পাওয়া উপ-পরিচালক আওয়ামী পন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য। একারণে ডাঃ আকুল উদ্দিনকে স্বাস্থ্য মন্ত্রণালয় ওএসডি করে রেখেছিল। এরপরও তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন হচ্ছে। তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার সাবেক সদস্য সচিব সাকিব খান, জুলাই আন্দোলনে নিহত রাতুলের বাবা জিয়াউর রহমান ও ছাত্র নেতারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *