অসুস্থ্য বীরমুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ
বগুড়া অফিস:
বগুড়া শহর জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান নান্নু হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২০ আগস্ট) রাতে তাকে দেখতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
এসময় নেতৃবৃন্দ চিকিৎসার খোঁজ খবর নেন ও দ্রুত রোগ মুক্তির জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করেন। পরে তিনি একই বিভাগে জামায়াতের রুকন দুলু ও স্বদেশ হাসপাতালে অপর রুকন দেখতে আজাহার আলীকে দেখতে যান।