জয়পুরহাটে ছাত্রশিবিরের বিজ্ঞান অলিম্পিয়াড পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে “বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় জয়পুরহাট সুগার মিলস্ এর প্রশিক্ষণ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভেলপমেন্টের সম্পাদক রিয়াজুল ইসলাম।

জেলা সেক্রেটারী আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গার্ডিয়ান পাবলিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুহা: হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাও: আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী এ্যাড. আসলাম হোসেন, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, অভিভাবক হাসানুল কবির, বিজয়ী শিক্ষার্থী আনিকা তাবাচ্ছুম, আদিত্য কুমার চাকী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদেরকে সময়ের প্রতি গুরুত্ব ও পড়া-লেখায় অধিক মনোযোগ দিতে হবে। একাডেমীক লিখা-পড়ার পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জন, আধুনিক তথ্য প্রযুক্তি ও সাধারণ জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবিরের এ আয়োজন শিবিরের কর্মী বানানোর জন্য নয়, তরুণ মেধাবীদের ভবিষৎ গড়ার লক্ষে ইসলামী ছাত্রশিবির দায়িত্ব হিসেবে মেধা চর্চার জন্য “বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫” আয়োজন করা হয়েছে। আর এ মেধা জ্ঞান ও চর্চার মাধ্যমে যদি কেউ মনে করে শিবির করা দরকার তাহলে সে শিক্ষার্থী শিবির করতে পারেন। বর্তমান যুগে বিজ্ঞানের চর্চা তরুণ প্রজন্মকে দক্ষ ও নৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে পারে। দেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা অর্জন করাও জরুরি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ক ও খ শাখার মোট ৫০ জন শিক্ষার্থীদের হাতে প্রাইজমানি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। ক ও খ প্রথম চাম্পিয়ানকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জন কারীদের ৬ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারীকে ৪ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া ৪র্থ-১০ম স্থান অর্জনকারীদের মাঝে ১ হাজার টাকা, ১১ তম থেকে ২৫ তম স্থান অর্জনকারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য গত ২৫ জুলাই সাইন্স অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয় সেখানে প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *