বগুড়া রোভারের পাবলিক রিলেশন মার্কেটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
বগুড়া অফিস:
বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভারের আয়োজনে ও ব্যবস্থাপনায় গতকাল দিন ব্যাপি (২২ আগস্ট’২৫) বগুড়ায় জেলার বিভিন্ন কলেজ পর্যায় শিক্ষা-প্রতিষ্ঠানের রোভার স্কাউট দলের রোভার ও গার্ল ইন রোভারদের নিয়ে আদর্শ ডিগ্রী কলেজ, বগুড়ায় পাবলিক রিলেশন মার্কেটিং ও ম্যাসেঞ্জার অব পিস বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
কোর্স পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন লিডার ট্রেনার সৈয়দ মোস্তফা কামাল। স্কাউটার হাসান আলীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা রোভারের সম্পাদক মোঃ আতিকুল আলম।
আদর্শ ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা রোভার এর কমিশনার অধ্যক্ষ সাইদুজ্জামান ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, আর এস এল প্রতিনিধি রায়হান তালুকদার রানা, সাবেক জেলা রোভার সম্পাদক স্কাউটার মোহাম্মাদ এমদাদুল হক, স্কাউটার হারুন অর রশিদ, স্কাউটার রোদওয়ান ইবনে কাফি সহ সহ ওয়ার্কশপ ট্রেইনার এবং জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক রোভার ও গার্ল ইন রোভার। দিন ব্যাপী ওয়ার্কশপে রোভাররা পাবলিক রিলেশন মার্কেটিং ও ম্যাসেঞ্জার অব পিস বিষয়ে বিস্তার ধারনা লাভ করেন।