৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন
বগুড়া অফিস:
৫ দফা দাবিতে বগুড়ায় সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শহরের সাতমাথা বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এ কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম নজমল ইসলাম জাহেদী, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রর্শিদ, শিক্ষক তরুন কুমার চাকী, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, একেএম জাকারিয়া, জাহিদুল কামাল, আরজুমান আরা প্রমুখ।