আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

গণমাধ্যমকর্মীদের টাইফয়েড টিকাদান কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টশন

অনলাইন ডেস্ক:

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জয়পুরহাট জেলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে সোমবার বেলা ১০টায় টাইফয়েড টিকাদান কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট সিভিল সার্জন ডা: মো: আল মামুন।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সাজেদুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জুবাইর মো: আল ফয়সাল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টু, রেজাউল করিম রেজা ও সোহেল আহমেদ লিও, মোয়াজ্জেম হোসেন, ওমর আলী, শফিকুল ইসলাম, মোমেন মনি।

টাইফয়েড টিকার উপর ভিডিও চিত্র প্রদর্শন প্রেজেন্টেশন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের (মহিলা ও সমন্বয়) সহকারি পরিচালক মাসরিয়াত জাহান বর্ষা।

কর্মশালায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু অথবা প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে টাইফয়েডের এক তোজ টিকা দেওয়া হবে। এই টিকা পেতে শিশুদের অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

কর্মশালায় বক্তারা জানান, প্রতি বছর বাংলাদেশে প্রায় ৮ হাজারের বেশি শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়, যা একটি উদ্বেগের বিষয়। এই টিকাদান কর্মসূচি টাইফয়েড জনিত মৃত্যু ও অসুস্থতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন বলেন, টাইফয়েড একটি মারাত্মক রোগ যা শিশুদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। এই টিকাদান কর্মসূচি শিশুদের জীবন বাঁচাতে এবং তাদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অত্যন্ত জরুরি। আমাদের টাইফয়েডের টিকা দানের লক্ষ্যমাত্রা ২ লক্ষ ২৬ হাজার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *