জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা
অনলাইন ডেস্ক:
পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসন জয়পুরহাট এবং গণপূর্ত বিভাগ জয়পুরহাট এর আয়োজনে ০৬ অক্টোবর সকাল ১১টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, মোহাঃ সবুর আলী, জেসমিন নাহার, গণপূর্ত বিভাগের নিবাহী প্রকৌশলী আল মামুন হক, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ রেজা প্রমুখ।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, পরিকল্পনা মাফিক নগরায়ন করতে হবে। একটি মাষ্টার প্ল্যান এর মাধ্যমে আমাদের বসতী গুলোকে সাজাতে হবে। আবাসিক এলাকায় কোন মিল বা ফ্যাক্টরী থাকবে না। কমার্শিয়াল বিল্ডিং গুলোর নিচে পার্কিং এর ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন। আবাসিক এলাকাগুলোকে সাজাতে রাজনৈতিক ব্যাক্তিবর্গ কে এগিয়ে আসতে হবে। সর্বোপরি আমাদের সকল কে সচেতন থাকতে হবে।
