জয়পুরহাটে নবাগত ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আল- মামুন মিয়া’র সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সাজজাদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, সহ সভাপতি রেজাউল করিম রেজা, রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম কাদির, শহিদুল ইসলাম সবুজ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দফতর সম্পাদক ওমর আলী বাবু প্রমুখ।
