বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়ায় জুলাই-যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের পর জামায়াতের প্রচারণরা শুরু

বগুড়া অফিস:

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাই-যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণরা শুরু করলেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মিদের সাথে নিয়ে শহীদ রাতুলের কবর জিয়ারত করেন জামায়াত প্রার্থী।

এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমান সহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নরতুনর বাংলাদেশ পেয়েছি। তাই জুলাই আন্দোলনের শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারনা শুরু করলাম। দেশের মানুষ জুলাই আন্দোলনের জামায়াত-শিবিরের সাহসী ভূমিকার মূল্যায়ণ করে আগামী নির্বাচনের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিবে। তিনি দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *