বগুড়া জেলা স্কাউটসের উদ্যোগে “ওয়ার্কশপ ফর সেলফ ডেভেলপমেন্ট” অনুষ্ঠিত
বগুড়া অফিস:
ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে প্রথমবারের মত বগুড়া জেলা স্কাউটসের উদ্যোগে “ওয়ার্কশপ ফর সেলফ ডেভেলপমেন্ট” শীর্ষক ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৬ দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র নওদাপাড়া বগুড়ায় এ কর্মশালার আয়োজন করা হয়।
২০ জানুয়ারি ওয়ার্কশপ সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ।
ওয়ার্কশপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শর্মিলা দাস, এএলটি, পি আর এস, উপ-পরিচালক, বাংলাদেশ স্কাউটস।
প্রশিক্ষক হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান, কমিশনার, বগুড়া জেলা স্কাউটস, আব্দুস সালাম, জেলা কাব লিডার,রুহুল ইসলাম, জেলা স্কাউটস লিডার, মো শামিমুল ইসলাম, রবিউল ইসলাম।
রিসোর্স প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সুখের খামারের সিইও জোবায়ের ইসলাম, মেডিকেল অফিসার ডা. মাসকুরুন নাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম, সম্পাদক, বগুড়া জেলা স্কাউটস, রমজান আলী আকন্দ, জেলা শিক্ষা অফিসার,বগুড়া , আঞ্জুমান আরা এলটি, আব্দুল হালিম, কোষাদক্ষ, বগুড়া জেলা স্কাউটস, মো আতিকুল ইসলাম, সম্পাদক, বগুড়া জেলা রোভার, মো এমদাদুল হক, সাবেক সম্পাদক, বগুড়া জেলা রোভার, নাদিয়া সুলতানা,কাব লিডার, শফিকুল ইসলাম, জুলফিকার ইসলাম। প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ ও ইন্টার্যাকটিভ সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন।
কর্মশালায় স্কাউট সদস্যদের আত্মউন্নয়ন, সময় ব্যবস্থাপনা, নেতৃত্বের গুণাবলি, ইতিবাচক মনোভাব গঠন, হি ফর সি, ম্যাসেন্জার অব পিস, সেফ ফর্ম হাম, যোগাযোগ দক্ষতা ও ক্যারিয়ার সচেতনতা সহ বাংলাদেশ স্কাউটস মেম্বারশিপ রেজিস্ট্রেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও স্কাউট সদস্যদের উৎফুল্ল রাখতে ফান এন্ড গেমস ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।
সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন স্কাউট আন্দোলন শুধু শৃঙ্খলা ও সেবামূলক কাজেই সীমাবদ্ধ নয়, বরং একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার অন্যতম প্ল্যাটফর্ম।
স্কাউটরা এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও স্কাউট সদস্যদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে। কর্মশালায় জেলা স্কাউটস এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক স্কাউটরা অংশগ্রহণ করেন।
