অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক উন্নয়ন বিবেচনায় সংবাদপত্র অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে — নওগাঁ জেলা প্রশাসক
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেছেন, দৈনিক করতোয়া উত্তর জনপদের গণমানুষের মুখপত্র হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। একটি সংবাদপত্র এলাকার উন্নয়নে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক উন্নয়ন বিবেচনায় অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এক্ষেত্রে দৈনিক করতোয়া এই জনপদের সার্বিক উন্নয়নে দীর্ঘদিন থেকে অবদান রেখে চলেছে। তিনি শুক্রবার নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তবে এসব কথা বলেন।
দৈনিক করতোয়া নওগাঁ প্রতিনিধি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো: মাসুদুল হক এবং নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার নওগাঁ জেলা প্রতিনিধি নবির উদ্দীন। এসময় অন্য্যান্যের মধ্যে প্রেসক্লাবের সহ সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক শফিক ছোটন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম এবং দৈনিক করতোয়ার বদলগাছি প্রতিনিধি এমদাদুল হক দুলু বক্তব্য রাখেন। এর আগে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে একটি র্যালী বের করা হয়। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কাটেন। অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, দৈনিক করতোয়া পত্রিকার বিভিন্ন উপজেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।