পাঁচবিবিতে শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মিলন মেলা: পাঁচবিবিবাসীর সেবায় নিয়জিত থাকার অঙ্গীকার
নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়, নেতৃত্ব যখন পেয়েছি জনগণের সেবা করে যাব। কথাটি বলেছেন, পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়স্থান অধিকারী শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোছা: সাবেকুন নাহার শিখা। তিনি আরো বলেন, এই মাদ্রাসায় আমি একটি অনুদান এনে দিতে চাই যেন শিক্ষার্থীরা এর সুফল ভোগ করতে পারে। নির্বাচন পরবর্তী ভোটারদের সাথে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান যেন মিলন মেলায় পরিণত হয়। ১৩ আগষ্ট শনিবার দুপুরে পাঁচবিবি পৌরসভার সীতামাতখুর মাদ্রাসা প্রাঙ্গনে শিখা ট্রাস্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই মিলন মেলার আয়োজন করা হয়।
প্রথমে মহিলাদের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বালিশ খেলার মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। খেলায় প্রথম স্থান অধিকারী ফাতেমা বেগম ও দ্বিতীয় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সাবেকুন নাহার শিখা। দ্বিতীয়ার্ধে আল্লাহ রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিত এলাকাবাসী ভাই-বোনদের মাঝে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পৌরসভা নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারী সাবেকুন নাহার শিখা মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন। এই মিলনমেলায় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
পাঁচবিবি প্রতিনিধিঃ