জাতীয় শোক দিবসে কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর উদ্যোগে কলেজ হলরুমে আলোচনা সভা ও দোয়ার মাহফিল
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫/০৮/২০২২ ইং তারিখে জয়পুরহাটের কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর উদ্যোগে কলেজ হলরুমে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মূল্যবান বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: তাইফুল ইসলাম ফিতা মিয়া। আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাহবুব আলম, সিনিয়র প্রভাষক সরোয়ার হোসেন, সহকারী লাইব্রেরীয়ান নয়ন চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মো: বেলাল হোসাইন। বক্তারা আলোসভায় বঙ্গবন্ধুর সফল ও কর্মময় জীবনের নানা দিক নিয়ে কথা বলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অবস্মরণীয় ভূমিকা এবং আগামীর সমৃদ্ধ দেশগড়ার সংগ্রামে ছাত্রজনতার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সবাই মিলে দেশটাকে বঙ্গবন্ধুর সোনারবাংলায় পরিণত করতে নিরলসভাবে কাজ করতে হবে। শেষে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা এবং দেশ জাতির সুখ সমৃদ্ধ জীবনের জন্য দোয়া করা হয়।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: