জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট সোমবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এড নৃপেন্দ্রনাথ মন্ডল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের নন্দ কিশোর আগরওয়ালা, দৈনিক করতোয়ার মোস্তাকিম ফাররোখ, দৈনিক ইত্তেফাকের শাহাদুল ইসলাম সাজু, দৈনিক জনকণ্ঠের তপন কুমার খাঁ, জিটিভির খ ম আব্দুর রহমান রনি, কালের কন্ঠের আলমগীর চৌধুরী, যুমনা টেলিভিশনের আব্দুল আলীম, দৈনিক মানবকন্ঠের আবু মুসা, দিপ্ত টিভির মাসুদ রানা, দৈনিক বর্ণিক বার্তার মাশরেকুল আলম, চ্যানেল হারুনুর রশিদ, মাহমুদুল ইসলাম, একুশে টেলিভিশনের এস এম শফিকুল ইসলাম, একাত্তর টেলিভিশনের মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সভা থেকে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনলাইন ডেস্ক: