জয়পুরহাটে ৭ দিনব্যাপী শুরু হয়েছে বৃক্ষ মেলা: বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ

“বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় বৃক্ষরোপন অভিযান উদযাপন উপলক্ষে জয়পুরহাটে ৭ দিনব্যাপী শুরু হয়েছে বৃক্ষ মেলা ২০২২। ১৮ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসন ও বগুড়া সামাজিক বন বিভাগের আয়োজনে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ মেলার উদ্বোধন ঘোষনা করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ।

এ উপলক্ষে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক আমিনুল ইসলাম, সামজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল আউয়াল, জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুজিবুর রহমান। এ মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা নার্সারী মালিককরা ২৮টি স্টল বসিয়েছে। এসব স্টলে রয়েছে নানা ধরনের বনজ ও ফলজ গাছের চারা। রয়েছে বাহারী ফুলের চারাও। যা নজর কাড়ছে মানুষের।

অনলাইন ডেস্কঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *