জয়পুরহাটের পাঁচবিবিতে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন: বর্ণাঢ্য র্যালী
পাঁচবিবিতে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্যাপন হয়েছে। গত শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে বারোয়ারী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ^র মাহাতো। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল।
প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাঁচবিবি শাখার সভাপতি অধ্যপক শুনিল রায়, সম্পাদক সুভাষ চন্দ্র দাস, জয়পুরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ সরকার প্রমূখ। সভাশেষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাঁচবিবি প্রতিনিধি: