পাঁচবিবিতে স্ত্রীর ভরণপোষণ মামলায় স্বামী শফিউল আলম গ্রেফতার
পাঁচবিবিতে স্ত্রীর দায়েরকৃত পুত্রের ভরণপোষণ মামলায় পিতা শফিউল আলম (৬৫) কে গ্রফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোঃ শফি ফকির এর পুত্র মোঃ শফিউল আলম (৬৫) স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও ১১ বছর পূর্বে প্রেমের জালে ফাঁসিয়ে ২য় বিয়ে করে একই গ্রামের মোখলেছের কন্যা মোছাঃ রোকছানা বেগম (৪০) কে। ২য় স্ত্রী সংসার জীবনে শাফিনুর আলন (১০) নামের তাদের একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে পিতা শফিউল আলম স্ত্রী সন্তানের ভরণপোষণ না দেয়ায় স্ত্রী ২০১৪ সালে জয়পুরহাট আদালতে ভরণপোষণের মামলা দায়ের করে। দীর্ঘ ৮ বছর পর গত শুক্রবার উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে পাঁচবিবি থানা পুলিশ পিতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানান, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব। মামলার বাদী রোকসানা বেগমের পিতা-মাতা অভিযোগ করে আরও বলেন, জামাই স্ত্রী-সন্তানের ভরণপোষণ না দিয়ে উল্টো কৌশলে আমাদের ৫৯ শতক জমির দলিল এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে নিজের সম্পত্তি দাবি করে। এ ব্যাপারে কয়েকবার গ্রাম্য সালিশ করেও আমাদের দলিল ফেরত পাইনি। অবশেষে জামাইয়ের বিরুদ্ধে কোর্টে একটি স্বাক্ষর জালিয়াতি মামলাও দায়ের করেছি।