জয়পুরহাট জেলায় চলমান ব্র্যাক এর কর্মসূচী অবহিতকরন সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলায় চলমান ব্র্যাকের কর্মসূচী অবিহিকরন সভা ২৮ আগষ্ট রবিবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্র্যাকের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন, কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, জেলা প্রাণিসম্পদ এর ট্রেনিং অফিসার ডা: এস এম খুরশীদ আলম, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও জাকস্ এর নির্বাহী পরিচালক নুরুল আমিন, ব্র্যাক এর অধিকার এখানে, এখনই প্রকল্পের জয়পুরহাট জেলা যুব সংগঠক মোসা: মুর্শিদা খাতুন প্রমুখ।  অবহিতকরন সভায় জয়পুরহাট জেলায় মাইক্রোফাইনান্স, ব্র্যাক সীড, গোবাদি পশুর কৃত্রিম প্রজনন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর অধিকার এখানে, এখনই, যৌন ও প্রজনন স্বাস্থ্যসহ এ জেলায় চলমান সকল কর্মসূচী সম্পর্কে অবহিত করা হয়। সভায় জেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

অনলাইন ডেস্ক:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *