পাঁচবিবি থানা পরিদর্শনকালে নবাগত পুলিশ সুপার মোঃ নূরে আলম: নজর রাখতে হবে মাদকের নীল ছোবলে যুব সমাজ যেন ধ্বংস না হয়

পাঁচবিবি থানা পরিদর্শন করলেন নবাগত জেলা পুলিশ সুপার মোঃ নূরে আলম। ২৯ আগস্ট সোমবার দুপুরে জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার থানায় এলে পাঁচবিবি থানার সকল পুলিশ সদস্য তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপারের হাতে ফুলের তোড়া তুলে দেন। এছাড়া জেলা পুলিশ সুপারকে একদল চৌকুস পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি থানার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের ভালো মন্দ খোজ খবর নেন। গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ডিসির দ্বায়িত্ব পাল শেষে গত ২২ আগষ্ট জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দ্বায়িত্বভার গ্রহন করেন।

পাঁচবিবি থানা পরিদর্শনকালে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, যেহেতু পাঁচবিবি থানাটি সীমান্ত এলাকায় অবস্থিত। মাদকের কারনে যেন যুব সমাজ ধ্বংস না হয় সেদিকে বেশী নজর রাখতে সবার দৃষ্টি আকর্ষন করেন। নিরীহ মানুষ যেন অযথা হয়রানির স্বীকার না হয় পুলিশ সুপার এমন নির্দেশও দেন। থানা পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবসহ থানার সকল পুলিশ সদস্যগণ।

পাঁচবিবি প্রতিনিধিঃ

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *