জয়পুরহাট সিআরডি স্কুলে বিজ্ঞান মেলা: “বিজ্ঞান ও প্রযুক্তি শিখব, ডিজিটাল বাংলাদেশ গড়বো”
“বিজ্ঞান ও প্রযুক্তি শিখব, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ স্লোগান নিয়ে শিশুদেরকে বিজ্ঞান মনোস্ক করে গড়ে তুলতে বাস্তব উপকরন দিয়ে বিজ্ঞানের বিষয় পুরোপুরি বুঝানোর লক্ষে ২ সেপ্টেম্বর শুক্রবার জয়পুরহাট শহরের ধানমন্ডিস্থ সিআরডি স্কুল ক্যাম্পাসে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
স্কুলের চেয়ারম্যান (আনারারী) ডা: মনিরুজ্জামান মানিকের দিক নির্দেশনায় মেলায় ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেনি পর্যন্ত বিভিন্ন প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা প্রায় ৫০টি স্টল দেয়। স্টল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ও অভিভাবক তরিকুল ইসলাম, সরকারী কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ) আব্দুল জলিল, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক (উদ্ভিদ) মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক (রসায়ন) আল মামুন, সিআরডি স্কুলের পরিচালক মাহমুদুল করিমসহ বিপুল সংখ্যক অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ। স্কুলের উপাধ্যক্ষ ফিরোজ হোসেন জানান, প্রতি বছরই সিআরডি স্কুল এধরনের বিজ্ঞান মেলার আয়োজন করে থাকে। এছাড়াও গণিত মেলা, ফল মেলা, পিঠা উৎসবসহ শিশুদের বাস্তব জিনিস শিখাতে ও দেখাতে এধরনের মেলার আয়োজন করা হয়।
মাশরেকুল আলম