বগুড়ায় বিএনপির গায়েবানা জানাজা আদায়
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের গায়েবানা জানাজা নামাজ আদায় করেছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ নামাজের আয়োজন করা হয়। জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা, বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বগুড়া অফিস: