অজ্ঞাত ১৭০ জনের নামসহ বগুড়ায় বিএনপির ২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
বগুড়ার শিবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে প্রায় ২০০ নেতা–কর্মীর নামে মামলা করেছে পুলিশ। গত শনিবার রাতে মামলায় করার পরেই পুলিশ শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়ারেছকে গ্রেফতার করেছে। মামলায় উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর বিকাল ৪টায় শিবগঞ্জ উপজেলা বিএনপি আটমুল ইউনিয়নের মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। সন্ধ্যা ৬টার সময় বিএনপির প্রায় ২০০ নেতা–কর্মী হাতে বাঁশের লাঠি নিয়ে মিছিল বের করে কিচক চারমাথা বাজারের দিকে আসতে থাকে। এ সময় বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে শিবগঞ্জ থানার এসআই এবিএম আরাফাত রহমান ও এএসআই রবিউল ইসলাম ইটের আঘাতে আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে একদিন পর শনিবার রাতে শিবগঞ্জ থানায় মামলা করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস জানান, গ্রেফতারকৃত আব্দুল ওয়ারেছ শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে শিবগঞ্জ থানার এসআই জিল্লুর রহমান নিজে আব্দুল ওয়ারেছকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ এবং অজ্ঞাতপরিচিত আরো ১৭০ জনের নামে শিবগঞ্জ থানায় মামলা করেন।
অনলাইন ডেস্ক: