দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বগুড়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ
রাজধানীর পল্লবী সহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষন ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে শহরের নবাববাড়ী রোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন এমপি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, শেখ তাহা উদ্দিন নাইন, শহীদ-উন নবী সালাম, মাফতুন আহমেদ খান রুবেল, আব্দুল ওয়াদুদ, ময়নুল হক বকুল, অতুল চন্দ্র দাস, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, সদস্য সচিব আদিল শাহারিয়ার গোর্কি প্রমুখ। এছাড়াও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করছি। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছি। সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ভয়াবহ সন্ত্রাসী আওয়ামী লীগ গোটা দেশে রাজত্ব কায়েম করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যারা হামলা করেছে, যারা নির্যাতন করেছে, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন। বক্তারা আরও বলেন, দেশের মানুষ আজ জেগেছে, তারা শপথ নিয়েছে এ দখলদার, স্বৈরাচার, অবৈধ অনির্বাচিত সরকারকে উৎখাত করার। গুলি আসুক, লাঠি আসুক কেউ পেছনে ফিরে যাবো না। সামনের দিকে এগিয়ে যাবো, এবং শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
বগুড়া অফিস: