বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। তিনি বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বগুড়া জেলা শাখার সাবেক কমান্ডর রুহুল আমিন বাবলু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু। অনুষ্ঠানে ৩১৩ জন মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
বগুড়া অফিসঃ