বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল
সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড় মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০ অক্টোবর বৃহস্পতিবার শহরের জলেশ্বরীতলাস্থ রোমেনা আফাজ সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সার্কিট হাউজ মোড় নবাববাড়ী সড়ক প্রদক্ষিণ করে।
এরপর দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব এমপি মোশাররফ হোসেন এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক যুগ্ন আহবায় ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, শেখ তাহা উদ্দিন নাহিন, একেএম আহসানুল তৈয়ব জাকির, তৌহিদুল আলম মামুন, সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।
এছাড়াও সমাবেশে জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি রাজপথে আছে। জনগণকে সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার আদায়ে বিএনপি আর পিছপা হবে না। দমন-পীড়ন, মামলা-হামলা, গ্রেফতার করে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। একদলীয় সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে।