বগুড়ায় ফুলকুঁড়ির শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের চার যুগ পূর্তি ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু, কিশোর, অভিভাবক সমাবেশ হয়েছে ফুলকুঁড়ি আসর বগুড়া শাখায়। ২১ অক্টোবর শুক্রবার ফুলকুঁড়ি আসর বগুড়া শাখা আয়োজনে সমাবেশের পাশাপাশি অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানও।

ফুলকুঁড়ি আসরের শাখা পরিচালক রাকিবুল ইসলামের পরিচালনায় এবং শাখা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক ও শিশু সংগঠক আবরারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক: আ স ম রুম্মান, বগুড়া শাখার সাংস্কৃতিক উপদেষ্টা ও দৈনিক আজকের জনবানীর বগুড়া অফিস প্রধান আবুল কাসেম আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের ১৯৭৪ সাল থেকে শাখার বিভিন্ন সময় কর্মরত প্রাক্তন সংগঠকরা।

অনুষ্ঠানে প্রধান আলোচক আবরারুল হক শিশু ও অভিভাবকদের সাথে মনস্তত্ত্ব নিয়ে গল্পে গল্পে আলোচনা করেন।এছাড়াও, ফুলকুঁড়ি আসরের সাবেক সংগঠকরা তাদের সোনালী দিনের কথাগুলো শিশুদের মাঝে তুলে ধরেন।  অনুষ্ঠানে কুইজ, চিত্রাঙ্কন, সংগীত, আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শহরের বিভিন্ন স্কুলের অর্ধ শতাধিক শিক্ষার্থী। এসময়  প্রসঙ্গত, গত একমাস যাবত শহরের বিভিন্ন স্কুল হতে প্রতিযোগীদের থেকে কুইজ, চিত্রাঙ্কন, সংগীত, আবৃত্তি সংগ্রহ করা হয়। এদিন তাদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *