পাঁচবিবিতে শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষক দিবস-২০২২ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (শিক্ষা মন্ত্রণালয়) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ও ব্রাকের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মহিপুর হাজী মহসিন সরকারি কলেজের ভারপ্রাপ্ত সহকারি অধ্যাপক মোঃ ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথি, পাঁচবিবি এল বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বড়মানিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাই,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন, সম্পাদক ও স্কাউট টিম লিডার মোঃ জয়নাল আবেদীন ও উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক ফরহাদ আলম জুয়েল প্রমূখ। সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *