জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৭ অক্টোবর সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ শেষে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে রেলস্টেশন এলাকা থেকে বের করা হয় একটি র্যালি। র্যালিটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সভায় জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক ও যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধানসহ আরও অনেকে। অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান প্রধান উজ্জল, গোলাম রব্বানী রাব্বী, রওশন সমুন, তৌফিক এলাহী, জুয়েল ও রেজভী প্রমুখ। সমাবেশে বক্তারা, অবিলম্বে তত্বাবায়ক সরকারের দাবী মেনে নিয়ে আওয়ামীলীগ সরকারকে পদত্যাগ করার দাবী করেন এবং এ সরকারে বিরুদ্ধে যে গন জোয়ার সৃষ্টি হয়েছে সে জোয়ারে আওয়ামীলীগ ভেসে যাবে।
অনলাইন ডেস্কঃ