জয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
জয়পুরহাটে প্রযুক্তি বান্ধব ও সহজতর নাগরিক জীবন গড়ার লক্ষ্যে জয়পুরহাটে দুইদিনব্যাপী ডিজিটাল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় সার্কিট হাউজ মাঠে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম,জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামছুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমুখ।
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে দেশকে ষ্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী এ মেলার আয়োজন করা হয়। মেলায় উদ্ভাবনী উদ্যোগ, ডিজিটাল সেবা এবং শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন নামে ৪টি প্যভিলিয়ন স্থাপন করা হয়েছিল। এ ছাড়া ডিজিটাল ও তথ্য-প্রযুক্তি বিষয়ক ৭৮টি ষ্টল মেলায় ছিল। এসব প্যাভিলিয়ন ও ষ্টলের মাধ্যমে নাগরিক সুবিধার নানা দিক সম্পর্কে সর্ব সাধারন সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন। অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণ কারী বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ১৮ টি স্টলের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।এবং অংশ গ্রহণ কারী সকল প্রতিষ্ঠানের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনলাইন ডেস্কঃ