বগুড়ার মামুনুর রশীদ শাইন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত

গত ২ ডিসেম্বর ২০২২ ঢাকায় নিজস্ব কার্যালয়ে সরকারি নিবন্ধনকৃত সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা”র কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাবেক সভাপতি সাংবাদিক মমিনুর রশীদ তালুকদার শাইনকে কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৩-২০২৪ সেশনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচিতরা হলেনঃ মুহম্মদ আলতাফ হোসেন সভাপতি, মোঃ আলমগীর গনি সহ সভাপতি, এড লুৎফর রাশীদ রানা সহ সভাপতি, মোঃ খাইরুল ইসলাম সহ সভাপতি, ইলিয়াস আহমেদ সহ সভাপতি, মোঃ মিজানুর রহমান প্রিন্স সহ সভাপতি, মোঃ মমিন রশীদ শাইন সহ সভাপতি, মোঃ রফিক আলম সহ সভাপতি, মোঃ আনিসুর রহমান সহ সভাপতি, মোঃ শেহাব উদ্দিন টিপু সহ সভাপতি,মোঃ লুৎফুর রহমান সহ সভাপতি, মুহাম্মদ কামরুল ইসলাম মহাসচিব, মোঃ আবু মুসা যুগ্ন মহাসচিব,কাজী মাহমুদুল হাসান যুগ্ন মহাসচিব, মোঃ কেফায়েত উল্লাহ কায়ছার যুগ্ন মহাসচিব, মোঃ মামুন অর রশিদ যুগ্ন মহাসচিব, মোঃ আব্দুল মজিদ সহকারী মহাসচিব, জি এইচ হান্নান সহকারী মহাসচিব, মোঃ রফিকুল ইসলাম সহকারী মহাসচিব, মোঃ আনিসুর রহমান প্রধান সাংগঠনিক সচিব, মোঃ মনির হোসেন মানিক সাংগঠনিক সচিব, মোঃ সালাউদ্দিন সাংগঠনিক সচিব, মুহাম্মদ মুন্জুর হোসেন অর্থ সচিব , রাজু আহমেদ সহকারী অর্থ সচিব, মোঃ আজিবুল হক পার্থ সহকারী দপ্তর সচিব, মোঃ আরিফুল ইসলাম তপু সহকারী প্রচার সচিব, এড. জসিম উদ্দিন জনকল্যাণ সচিব, আকাশ মাহমুদ মোল্লা মানবাধিকার সচিব, মোঃ আফিকুর রহমান আফিক সহকারী মানবাধিকার সচিব, এড মিয়া মাষ্টার ফারুক সহকারী মানবাধিকার সচিব, এড চমন এলাহী আইন সচিব, এড ফারুক আহমেদ সহকারী আইন সচিব, পাপিয়া সরকার সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব, মোঃ আব্দুল নাহিদ গবেষণা সচিব, মোঃ মুকুল খসরু সহকারী গবেষণা সচিব, মোঃ রবিউল বাশার সাহিত্য ও পাঠাগার সচিব, মোছাঃ আমেনা বেগম মহিলা বিষয়ক সচিব, মোছাঃ রাবেয়া শিমুল সহকারী মহিলা বিষয়ক সচিব, মোছাঃ মুক্তা বেগম সহকারী মহিলা বিষয়ক সচিব, বীর মুক্তিযোদ্ধা এড মুন্জুরুল হক নির্বাহী সদস্য, মোঃ সিরাজুল ইসলাম নির্বাহী সদস্য, খ ম একরামুল হক নির্বাহী সদস্য, এম কাজল খান নির্বাহী সদস্য, মোঃ আমিনুল ইসলাম নির্বাহী সদস্য, মোঃ কামরুল ইসলাম নির্বাহী সদস্য, মোঃ জিল্লুর রহমান নির্বাহী সদস্য, মোঃ জামিরুল ইসলাম নির্বাহী সদস্য, মোঃ সাজাদুর রহমান নির্বাহী সদস্য সহ ১০১ জন নির্বাচিত হন।

অনলাইন ডেস্কঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *