জয়পুরহাটে ২০ বিজিবির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
দোয়া, আলোচনা সভা ও কেককাটার মধ্যদিয়ে জয়পুরহাট ২০ বিজিবির উদ্যোগে ৪৭’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়ন মাঠে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা প্রশাসক( ডিসি) সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল ইসলাম, জয়পুরহাট র্যাব-৫ কমান্ডার মেজর মোস্তফা জামান, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। বিজিবি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে জয়পুরহাট বিজিবি মাঠে ক্রীড়া ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান স্থানীয় বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনলাইন ডেস্কঃ