জয়পুরহাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
১০ই জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে এ উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পাচুরমোড়ে (প্রস্তাবিত স্বাধীনতা চত্বরে) এক আলোচনা সভা জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম রকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক প্রভাষক এইএম মাসুদ রেজা এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি ও এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র দেওয়ান ইকবাল হোসেন সাবু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মিলন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফারহানা রহমান বিথী, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোরশেদ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সুচনা করেন নেতাকর্মীরা।
অনলাইন ডেস্কঃ