তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ বগুড়ার গোলাম সাইদ রিংকু জীবিত উদ্ধার
বগুড়া অফিসঃ
আলহামদুলিল্লাহ। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পর নিখোঁজ বগুড়ার গোলাম সাইদ রিংকু প্রায় ৩৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। রিংকু সুস্থ আছেন। বড় কোনো সমস্যা হয়নি । এতথ্য নিশ্চিৎ করেছেন তুরস্কে অবস্থানকারী বাংলাদেশী সাংবাদিক হাফিজ মুহাম্মদ। এছাড়াও উদ্ধার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। প্রতিমন্ত্রী তার স্টাটাসে লিখেছেন রিংকুকে আহত অবস্থায় জীবিত উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।রিংকুর বাড়ী বগুড়ার গাবতলী উপজেলার কাগইলের দেওনাই গ্রামে। রিংকু ২০১৫ সালে স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়তে যান। সেখানে কারামানমারাস বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম চাকরি করতেন। তিনি বসবাস করতেন তুরষ্কের আঙ্কারায়।