আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এপিবিএন বগুড়ার শ্রদ্ধাঞ্জলি 

বগুড়া অফিসঃ
বগুড়ায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ও ‘মহান শহিদ দিবস’ উপলক্ষে প্রথম প্রহরে বীর শহিদদের স্মরণে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়া ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়ার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় উপস্তিত ছিলেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা ও এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম ও সহকারী পুলিশ সুপার জনাব মোঃ তোজাম্মেল হকসহ অত্র ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের অফিসার, ফোর্স এবং এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *