বগুড়ার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বগুড়া অফিসঃ
বগুড়া সদরের শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হাবিবুর রহমান এম.এ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাহবুব মোরশেদ, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আতিকুর রহমান আতিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তণ শিক্ষার্থী ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম আই মিরাজ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও পূর্ণিমা বিশ্বাস।