জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর

অনলাইন ডেস্কঃ

জয়পুরহাটের সুনামধন্য বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা (সাবেক জয়পুরহাট ক্যাডেট মাদরাসা)’র উদ্যোগে শিশুদের মেধা বিকাশের লক্ষে বার্ষিক শিক্ষা সফর ২০২৩ জয়পুরহাট শিশু উদ্যানের নজরুল কুঠিরে অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরে শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগীতা শেষে মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মাশরেকুল আলম এর সভাপতিত্বে প্রধান পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া’র জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররোখ, জেলা বাস মিনি বাস মালিক গ্রুপ এর যুগ্ম সাধারণ সম্পাদক মীর আয়ুইব ইসলাম, হানাইল কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য পলাশ হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এরশাদুল বারী তুষার, মাছরাঙ্গার টিভির সংবাদদাতা আল মামুন, অভিভাবক সাংবাদিক রায়হান মিলন, মীর শহিদ ফরহাদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: নুর মাহমুদ, সিনিয়র শিক্ষক জয়নুল আবেদীন, মাও: আশরাফুল ইসলাম, আবু সুফিয়ান, মাও: মুক্তারুল ইসলাম, রাসেল হোসেনসহ অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ। দিনব্যাপী আনন্দঘন পরিবেশ শেষে শিক্ষার্থীদের শিক্ষামূলক অনুষ্ঠানে কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার বিজীয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *