জয়পুরহাটের পাঁচবিবিতে মহিলা আওয়ামীলীগের বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আজ বৃহস্পতিবার দিনব্যাপী আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ঐতিহাসিক পাথরঘাটা নিমাই নাসির উদ্দিন শাহ বাগদাদী মাজার শরীফ প্রাঙ্গণে বনভোজন,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ সাইদুর রহমানের কন্যা জেলা  আ-লীগের সদস্য ও উপজেলা মহিলা আ-লীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্ণা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ-লীগের সহ-সভাপতি এড: সোলায়মান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরের শহীদ মন্ডল মুন্না, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন,,জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা সাবিনা চৌধুরী,প্যানেল মেয়র নূর হোসেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মোশাইদ আল-আমিন সাদ পৌর মহিলা আ-লীগের সভানেত্রী ইভানা আক্তার মিনু ও জেলা মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদিকা কাউন্সিলর শামীমা সুলতানা শীতল প্রমূখ। এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি/সম্পাদকসহ সদস্যগণ উপস্থিত ছিলেন। এরপর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। শেষে মহিলা আওয়ামী লীগের প্রায় ২ শতাধিক সদস্যদের মাঝে বনভোজন অনুষ্ঠিত হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *