ধামইরহাটে শিশু সুরক্ষা ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ শীর্ষক মত বিনিময় সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে শিশু সুরক্ষা ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বিকেল ৪ টায় ওয়ার্ল্ড ভিশন, ধামইরহাট এরিয়া প্রোগ্রাম’র কর্তৃক আয়োজিত এপি অফিস হলরুমে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন এপি ম্যানেজার মানুয়েল হাঁসদা। স্থানীয় সাংবাদিক, যুব ও শিশু ফোরাম প্রতিনিধিদের অংশগ্রহণে শিশু সুরক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধসহ ৫শত শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন তৈরীতে সহায়তা, ৪টি গ্রামকে পরিবেশ বান্ধবে রুপান্তরিত করা ও অমরপুর, বীরগ্রাম (বস্তাবর), বড়শিবপুর ও নেউটা গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষনার বিশেষ সেলিব্রেশন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন প্রোগ্রাম অফিসারে নাথন কুমার চৌকিদার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক, নুরুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল বাবু, হারুন আল রশীদ, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, মুকুল বৈরাগী, শ্যামল মন্ডল, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন সুরভী, রোজলীন মিতু, যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল, সদস্য হাসি আকতার প্রমুখ।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *