তারেক ও জোবাইদা রহমানের রায়ের প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্কঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের আদালতের ঘোষিত রায়ের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট জেলা বিএনপি। ২ জুলাই বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের নতুনহাট এলাকা থেকে বের হয়ে জামালগঞ্জ-আক্কেলপুর সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন,জয়পুরহাট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হেনা কবির, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম রাজিব,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ প্রমুখ। এই বিক্ষোভ মিছিলে বিএনপি’ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।