দির্ঘ ১৮ বছর পর কানাডার প্রধানমন্ত্রীর সংসার ভাঙ্গলো
অনলাইন ডেস্কঃ
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮) বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে তাদের ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটল। প্রতিবেদনে বলা হয়েছে, জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী বিচ্ছেদ সংক্রান্ত আইনি নথিতে সই করেছেন। ট্রুডোর কার্যালয় থেকে ২ আগষ্ট বুধবার এসব তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ট্রুডো–সোফি দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল। তারা ২০০৫ সালে মন্ট্রিলে বিয়ে করেছিলেন এবং তাদের তিনটি সন্তান রয়েছে। সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, এই দম্পতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তারা জানিয়েছেন, নিজেদের মধ্যে ‘অর্থপূর্ণ ও কঠিন আলোচনার’ পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বিবাহবিচ্ছেদ হলেও তারা গভীর ভালোবাসা ও সম্মান নিয়ে একে অপরের পরিবারের ঘনিষ্ঠ সদস্য হিসেবে থাকবেন।