প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
বাদলগাছী (নওগাঁ) প্রতিনিধী:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়নে চেয়ারম্যান ফিরোজ হোসেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া গরীব দুঃখীর দেওয়া ঈদ উপহার ভিজিএফ চাল গত ১৩ জুন বিতরণে করছিলেন সকাল ১০ টা থেকে টানা ২ টা পর্যন্ত। খাওয়ার বিরতির পর বিকাল সাড়ে ৩ টায় সাধারণ কার্ড ধারীদের উপস্থিতি কম ছিল। ঘরের দরজা বন্ধ করে ভিতর থেকে মুরগির ফিডের বস্তা ভর্তি চাল কতিপয় ব্যাক্তি পিঠে করে বারংবার বহন করে নিয়ে যাচ্ছিল। এমন সময় দৈনিক ইনকিলাব ও দৈনিক অপরাধ অনুসন্ধান বদলগাছী উপজেলা প্রতিনিধি ও বদলগাছী মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম ভিডিও ধারন করছিলেন।
বিষয়টি চেয়ারম্যান ফিরোজ হোসেনের নজরে পড়লে চেয়ারম্যান প্রথমে বলে কোন সাংবাদিক নিউজ করলে তাকে ধরে এনে পিঠের চামড়া তুলে দিবো। তথ্য সংগ্রহ কালে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে জুতা মারার হুমকি দেন চেয়ারম্যান। ২১২২জন উপকারভোগীর তালিকা থাকলে ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী জানান সাড়ে ৮ কেজি থেকে ৯ কেজি পর্যন্ত চাল বিতরণ সহ বস্তা বস্তা চাল যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে।