জয়পুরহাটে ছাত্র দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্নাঙ্গ কমিটি হওয়ায় ছাত্র দলের পক্ষ থেকে জয়পুরহাটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জয়পুরহাট শহরের সুগার মিল রোড থেকে আনন্দ মিছিল শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কে শুভেচ্ছা জানিয়ে জয়পুরহাট শহর ছাত্রদলের আহ্বায়ক এ কে এম গোলাম মাহফুজ শুভ এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ সহ জয়পুরহাট জেলার কৃতি সন্তানরা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, এমরান আলী সরকার, মহীউদ্দীন এস রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক সাখিদার মোঃ জহুরুল ইসলাম সনি নির্বাচিত হওয়ায় দেশনায়ক তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনন্দ মিছিল করেছে জয়পুরহাট ছাত্রদল।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারী কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নাইম ইসলাম, কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুইট,জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কনক, ছাত্রনেতা হাবিব প্রমুখ।